নেড়ি কুকুরের শোকাতুর চিৎকার;
যদি শুনো এখনো সে ডাকে রাতে
পল্লীর বিজন উঠোনে,
শহরের ভাসমান জনপদে,
রাক্ষুসে চেহারায় হায়েনার দল ভয় আনে প্রাণে।
আমার মাটিতে বাঁচতে চাই।
স্বাধীনতা চাই চিৎকারে চিৎকারে,
বাংলার প্রান্তরে শ্বাশত মুজিবের কন্ঠ ভাসে।
শরত আসে ধূসর মেঘ গলে,
রূপালী ইলিশ, সোনালী কেশ উঠছে দুলে।
বেলা শেষ হলে
রূপোর ফিতায় মেঘের বিজয় গাঁথা- আসবে বিধাতা,
কাঁশফুল যদি ফোটে পলিতে।।
ঢাকা, ১৫ই আগস্ট ২০২১
জাতির জনকের শাহাদাতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।