শ্রাবণ আমার মাস।
আরণ্যক শুধায় মানবেরে পান করো সুধা-
আমার ক্ষুধা, দুনিয়াদারী,
পাটের আঁশ ছাড়ানো উৎসব থামবে কেনো,
অঝোরে ঝরাও ধারা গভীর রাতে।
মিতালি হাঁসেদের সাথে
যারা সাঁতরাতে ভালোবাসে, পোয়াতি হবে তারা।
আবার স্বজনেরা আমার
ফিরবে ডোবায় অরণ্যের ধামে।
গাঁয়ের মেয়ে ঘোমটা টেনে আঁধার আনে
ফুটবে স্নিগ্ধ আলো ভালোবাসার গানে;
শ্রাবণ আমার মাস।।
বাঘারপাড়া, যশোর
৩রা আগস্ট ২০২১, ১৯শে শ্রাবণ ১৪২৮