(১)
সময়, সবসময় ষোলোআনা- আমার বা তোমার ;
অথবাটা বলতে পারে শুধু,
সব বাবা সাধু অথবা শকুনিমামা,
অথবা,
বেঁচে থাকা আমরা যারা সার্কাসের দড়াবাজিকর।
(২)
মজার ভাষা
চতুর ভাষা শুনতে খাসা
হোক না সেটা পিঁচুটি পড়া চক্ষু আঁটা
হোক না ইঁদুর
হোকনা বাদুড় আঁধার ঘাঁটা
অট্টহাসি দিগ্বিজয়ের অট্টরবে
বাতাস ভেগে আগেভাগে
সব নিনাদই শক্তিশেলে একাট্টা।।
১লা আগস্ট ২০২৪