শোকের তিরিশ দিন,
আন্দোলনে ঢিল- ছুটে উত্তাল জলরাশি,
বাংলা বালক বদ্বীপে নেই-
কলকাতা, বেলুচির হয়ে
হিন্দুকুশের ধাক্কায় আকাশে উড়ে ঝড় হয়ে ফিরে ;
ঘাড় ফুলিয়ে আছড়ে পড়ে-
পূব-পশ্চিমে যেথায় শাসক নিপীড়নকারী, উদাসীন।

শোষিত না হয় অর্বাচীন, নিপীড়িতের মালা এক হয়,
আঁধার রাত ফুঁড়ে
ডাহুকের ডাকে জেগে রয় শোক, মায়ের জ্বালা;
থমথমে দুপুরে ডেকে যায়, "আয় ফিরে আয়!"

৫ই সেপ্টেম্বর ২০২৪