এক্ষণ সলিল,
সেঁচে জলকাদা, ভরবে কি পলির আশা-নিরাশা।
যেমন, পিটপিট জোনাক জ্বলে, নিস্তব্ধ চারদিক-
নামে যখন সাঝ বেলা!

উদ্ধার হবে টনে টন- 
হাজার পিতার ঐতিহ্যের মান, সেঁচে জলকাদা।
সাগরতলে শুয়ে ধনমান
যারা পায় সন্ধান-
এক্ষণ-এক্ষণ আকাশে পড়ে সাড়া নীল নীল শিস
লাল চোখে দেখে- দিবা কিংবা রাতে
সলিলে মিলেছে শবের দেখা।

২রা মে ২০২৩