বাংলার বিশ্ব পরিচয়
বাংলার যতটুকু বিশ্ব জয়
যে অতীত হতে আসা আজকের ভাষা
বাংলামনের আচার্য রবীন্দ্রনাথ
সংগ্রামী-শান্ত-বিনয়ী
ভালোবাসার ছন্দে
বোশেখ ঝড়ের বজ্রের সাথে
কয়েক ফোঁটা জলে সোদা মাটিতে
শিকড় গেড়েছে অশ্বত্থ বাংলার শ্যামল নীলিমায়
সাক্ষী বারো মাস
অভাব-নিপীড়ন করেছো ধারণ লালন-পালাগান বাংগালীর প্রাণ
বিশ্বাসে অটুট প্রভুর দয়ায় সভ্যতার সংকটে
ধন্য হে কবি, তোমার শিকড় যাবে বহুদূর।।

নড়াইল, ১৩ই মে ২০২২