নির্বোধ...নির্বোধ আমি; ভোগের আগুনের ছাই!
অনাচার-লুন্ঠনে-পীড়নে ঝুরঝুরে আয়নায়
ফ্যাকাসে গৃহস্থালি।
আজ মাতম নয়!

ছাইচাপা মাটিতে শিক্ষার বীজটি ফেলা চাই।
সক্ষমতার চারাটি বিকশিত হওয়া চাই।

আয় আয়...গ্রীষ্মের এই খরায় আশীর্বাদের বারি,
নব পল্লব আধারে দূর কর আঁধারি।

নিয়ে নতুন ধারা
আবারও মঙ্গল শোভায় জাগবে বাংলায় বোধের ধরা।

১১ই জুন ২০২৪