বর্ষনে বারি পাত
খরার পর কুয়ার জলে বাড়ে তল
দু'চারটা ব্যাঙের লাফালাফিতে কি উৎফুল্ল রমণীরা?

রক্ত কিংবা অনুরক্ত-
ধমনীর চল কিংবা সাগর থেকে মহাসাগরে চলাচল ;
মনে কি রাখেনি বাঙাল- মহান যত অবদান।
তবুও তারা মেহমান,
মহাশয়গন, আপনাদেরকে অপার সম্মান।

তবে আমার শরীরে নদী আর ধমনিতে
ঝিমিয়ে আছে বহু বাউলের ঐক্যতান।
নাড়া যদি পড়ে হৃদে টান
দেখবেন পোলভোল্টে আঁচ টান।

আরও চান যদি টান
বেনাপোল- চিলাহাটি-দার্জিলিং-কাঠমুন্ডু-ভুটান
কলকাতা-বিহার-দিল্লী-গুজরাট-পাঞ্জাব-কাবুল-তেহরান
বাম হাতে তামাবিল-শিলং-গৌহাটি-ইমফাল-কুনমিং- শ্যামদেশ
পথের ক্লান্তি নেই , মানবিক ইতিহাস ধমনিতে চলে।

শেষমেশ, বলুন বেশ বেশ!

শুভ সকাল।

১৪ই নভেম্বর ২০২৩