বুম বুম!
আতশবাজির ধুম
বাজাও রেকর্ড, শান্তির পায়রা ডাকে বাক বাকুম।
শস্যের জরায়ুতে বুম;
তাইতো পড়েছে বিয়ের ধুম, বাক বাকুম!
দাওয়াতে পড়েছে ধুম...

ও-মা একি, সৈকতে জামাই-মেয়ে গুম!
সদা সত্য কথা বলে রাতে চিরতরে ঘুম!

বুম বুম, আতশবাজির বুম।।

১০ই ডিসেম্বর ২০২১