তামাটে মুখটা দেখে- কেউ ডাকে সূর্যমুখী!

সয়ে সয়ে বীণ দোলে- জাহাজের খোলে;
কি দারুণ যাদুর টানে- সাপুড়ের গীতি!
আপামর সাপের বিষ- বাজারে দোলে, পেটের খোলে।

সরিষার ভেতরে ভূত-
ধোঁয়াতে উড়ে ধূমপানে।
বাংলার ক্ষেতে আজ্ঞে আজ্ঞে সংঘের কররাজা;
সকলের নজর তামাকের ফসলে- আইলে সব সোজা।

দরবেশ বলে কথা!
ভূত তো বোতলে বন্দী- হাভাতে হাতের বাটি চালানে!
ইউক্রেন থেকে, সবস্থান ঘুরে, ফাঁস হয় কানে কানে-
বাংগাল পলির ক্ষেত ভরেছে এবার- সরিষার বানে।

শুক্রবার, ২৮শে এপ্রিল ২০২৩