সাত সমুদ্র পাড়ি দিতে হয়নি...
তোমার সাথে দেখা হয়েছে সাতশো বারেরও বেশী।
হৃদয়ের উচ্চারণে আত্মার কথা...
জমে জমে জমাট বেঁধে
কথাগুলো হোক অবস্থানহীন বিন্দু বিন্দু ব্যথা!
ভাটিতে বসে ছড়িয়ে দিলাম ঢেউয়ে ঢেউয়ে তারে- শূন্যের ওপরে...
পরিযায়ী হয়ে ফিরে এসো বঙ্গে...
স্বর্গে আবার দেখা হোক!
প্রভুকে বলবো, সে আমার দিদি।
হেসে বলো, তুমি যে আমার শ্বশুর বাড়ির লোক।
১০ই নভেম্বর ২০২৪