কা-কা, চাঁই-চুঁই বাজনার তালে
ভোর হলো ঘুম ঘুমো মনে
ফিংগে, টিয়ারা সুর ধরে
সুরের তাল খুঁজতে ও বাছতে
শরীরে মেখে যায় গা জুড়ানো হাওয়া
শরত হাওয়ায় পাতার ভাষায় ঝিরিঝিরি
দোয়েল দোলায় লেজের নাচন-সকালের আলসে বিনোদন।
আল্লাহ মেহেরবান জানালায় আগমন
কবুতরের বকবকানি
কোন বাড়ির কি জানি
কেমনে সে খবর পায়- খুদ চালে নাস্তা দেয়।
খোদাই রেজেক দেন, স্বাভাবিক নিয়ম চলে।
জেনে গেছে সে গৃহবাসির আগমন।
ঐ নিয়মেই চলে বিদায়ের আয়োজন
শরতে শুরু হলে সুর ধরে ধীরে
জীবনের হেমন্ত শীতে বিদায় গীতি
হাড়-রক্ত-মাংস পরীক্ষা দিবে স্মৃতি
আরও কিছুকাল সে রবে
ফুল প্রকৃতির সব রং দেখে-মেখে-শুষে
ফতুর বা ধনকুবের বনে যায় একেলা
মহাশূন্যের মহালয়ে।।
ঢাকা, শরতের সকাল, ১৩ই সেপ্টেম্বর ২০২০
পটভূমি: জীবন সায়াহ্নে অশীতিপর প্রিয়জনের সান্নিধ্যে থেকে লেখা।