ঘুম ঘুম চোখে উঠে দেখি
চিন্তন ঝড়ে খবরের তলে আম পড়ে নাকি।
রসালো পচা যাই হোক- গাছ তলে ছুটি
থলেতে ভরে ভরে খুটি
আর হাটেতে পাল্লা উঁচিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বেচতে বেচতে
ক্লান্তিতে অতুল প্রসাদে উজ্জীবিত আমি
ঘুমের অবকাশে ফের দেশের গানে স্বপ্ন বুনি।
বিকেলে দেখা হোক প্রিয়া বকুল তলায়
আশা করি চলবে জীবন- প্রেমের কানাকানি।
২রা সেপ্টেম্বর ২০২৩
অনুপ্রেরণা: জার্মান গীতিকার গেরহার্ড শোন এর জনপ্রিয় গান 'খুব সাধারণ'। বাবা-ছেলের কথোপকথন। শান্তির জন্য বাবার পরামর্শ, "আমি যখন ঘুমাই, সত্যিই ঘুমাই/ যখন জেগে থাকি, সত্যিই জাগা থাকি..."। আর ছেলে খুব অস্থির। সেও একই কাজ করে, তবে কিছুটা ভিন্ন ভাবে।