বাতাসে তরংগের দোলা- নব দখিনা।

দখিনের মানুষেরা আর নয় ঘোলা!
শঙ্খচিল উড়িছে পটে,
কৃষ্ণচূড়ার লাল ঢেকে- হলুদ সোনালু বাতাসে নাচে।
ফুলে ফলে হবে বাঁদরের লাঠি- পরিযায়ী ফিরে বাটে;
আর কত পশ্চিমের লাল গোলা!

একটি সূচনা।

২৪শে এপ্রিল ২০২৩

পটভূমি: 'সীগাল', গাড়ির বাজারে চীনের তেরী নতুন চ্যালেঞ্জ, অতি সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ী। এশিয়ার উত্থানে এটা অন্যতম প্রতিকী উপাদান হিসেবে সামনে আসতে পারে।