আহ কি দারুণ সড়ক!
দু'দিকে প্রাচীর, দেখি না ঢাকা সে আঁধার
মাঝে মাঝে জীবন চলে দুরন্ত টানে চরণে চরণে
ল্যাংড়া কুকুর- আমার মুকুর, চলে দুরন্ত শকটে-
কোথায় মড়ক?
খোলসে আঁটা মাটির শামুক হাঁটে
স্থবির নয়, কি যেন শুঁকে গন্তব্যের জলজ বাটে!
ঢাকা, ২০শে মার্চ ২০২৩, সকাল