কূল ছাপিয়ে মধুমতী
এই ভাদড়ে জমিতে ভাসে সেয়ানা আমন
তরতর বাড়ে
শাপলার ডগা
মুকুলিত ঘ্রানে তার নেড়ি কুকুরের চাষ
আমনের বিচালিতে বাঁধবে ঘর

চাষার নবান্নে আসে নতুন অতিথি।।

কাশিয়ানী, গোপালগঞ্জ
২৩শে আগস্ট ২০২১