১.
ভাঙাগড়ার নদী-জনপদ,
সব পাড়েই ভরা একই শ্বাপদ।
২.
নাম বদলে চলে বাজার আকার,
আল-বর্দির বদলে আলী খাঁর।
৩.
ঘুরে অলিগলি গালাগাল,
ফিরে বুমেরাং শমশের তলোয়ার।
৪.
সমাজ বনাম সামাজিক নীতি,
মহাজন বনাম গণ গীতি।
৫.
মলাটে মানবিক ভেতরে দানবিক,
নতুন বয়ানে বাজে রে সুরেলা দিক।
৬.
আমি-তুমি-সে নবতর আবাহনে,
নব্য বসনে ছুটি দীপ্ত চরণে।
৭.
উজবুকের শেখা হস্তরেখা মানি না,
অঙ্গুলি সব ঠিক আর তর্জনী নামে না।
৩রা সেপ্টেম্বর ২০২৪