সংলাপে সংশয়ে যদি থাকেন 

খুঁজতে পারেন পাখির দল
যদি রাজি তারা এতকাল নিয়েছে
আকাশের দায় ভারা
বিষ বেছে বিষ পানে চলে সে আনমনে
বিষাদের তারে লটকে ঝুলে বোধের কাংগাল
চষে মহাকাল সমকালে ভাসে
যারা মুক্ত... খেয়ে বাঁচে প্রভুর ছিটানো ফল সুক্ত
তাঁরে অন্তর্জালে স্মরে
মুক্ত বাক গায় গান- কলতানে ঐক্যে প্রাণ।।

১৫ই জুলাই ২০২৩