যার যা নেশা, কাজে সুদকষা-
অঙ্কের ভিন্নতা, ভিন্নধারা বুঝে না।

প্রান্ত না বুঝে প্রান্তিক নিয়ে উঠোনে গোল,
মঞ্চে মঞ্চে শোরগোল ;
গোলপাতায় ছেয়ে বর্ষার ছাতা-
ছাতার নীচে তুষ্টি, বিরূপ বৃষ্টির প্রতিরোধ দশা,
জলের সঞ্চারণে বুঝে না মাটিবায়ুর টেকসই রসায়ন,
সমাজের জলবায়ু।

ধর্ম টানে ওমানী পাগড়ীতে
প্রান্তিক দ্বীপ, সাম্পানে ভাসা সন্দ্বীপে
চলতে পারে সুদের সওদাগর, নতুন খলিফার আয়ু।

২৭শে সেপ্টেম্বর ২০২৪