কোথা পাবো মুচি, কোথা দর্জিবাড়ি,
বিত্তের সুরক্ষায় পরাজিত খনি,
নাই হানাহানি, চাই শত শৃংখলিত শক্ত শাবলের দাস।
ইতিহাসের পাতা যদি-
মেলে দেখি; বস্তিবাসীদের উল্লাস।
বিজয়ের আনন্দে তারা সম্রাটের সেবাদাস।
আমরা অভিজাত,
বারেবার পিছু নিবো,
কেনো মিছে ভাবো আমায় দাতা-ত্রাতা সম্রাট!
নড়াইল, ১৭ই আগস্ট ২০২১