বাবার ভালবাসা,
একটাই তার জিজ্ঞাসা
কেমন আছো মা
ঘুম হয়েছে তো।
সুস্থতার আশাই ভালবাসা।
যে বাবার ভালবাসা ছিল
পড়াটাই জানা।
এই ক'দিন আগের ভালবাসা।
ভালবাসাই সম্পদ
প্রত্যাশা নয়।
যেমন,
দিবা রাতের
সূর্যের গল্প
ভালবাসায় ঘুরে গ্রহগুলো, কী তাদের সঞ্চয়?
কুইন সেবার
রাজ্য ত্যাগে
এক ভালবাসাকেই সম্পদ ভাবা।।
নড়াইল, ১১ই জানুয়ারি ২০২১