ভীষণ ক্ষুধা
হতে পারে পেট, নয়তো একা বক্ষ জুড়ে
আসছে তেড়ে, রথ উড়িয়ে বাজ পুড়িয়ে
কালবৈশাখী আসছে তেড়ে সময় ফেলে
ও সখী তোর মন ভরিয়ে
প্রাণ ভরিতে আসছে তেড়ে।।

১৫ই মার্চ ২০২৩