রূপোর ঝলকে অপূর্ব পদ্মা
কিছু ধূসর জল নিয়ে হরেক ভংগিতে মেঘগুলো পাহারায়

এইতো এখানে সেই খেয়া
উপরে জমানো কনক্রিট, জলে ভাসে ছায়া- সেও দুলে
চলছে সবাই, কাঁপছে সবাই
সবই কাঁপে নিজ নিজ ধাপে
তাইতো বলাবলি সময় কম ভাই।।

জলঘোড়ায় পদ্মা পারাপার, ১৯শে জুলাই ২০২২