ভেবেছিল কেউ! স্পর্ধিত খোলা বিদ্রোহী বুক
শক্ত চিবুক, চাবুকে ভুগতে ভুগতে...
পেছনে না ফেরা সেই যে উত্তাল ঢেউ?
চব্বিশের এমন বিস্ফোরণ
চেতনায় ক্ষুদিত যে দেয়ালের লিখন-
আকাঙ্ক্ষাগুলোকে করি স্মরণ।
জনপদের শাসনে যদি রচে নববিধান,
স্বাধিকারকে করতে ধারণ,
স্বতঃস্ফূর্ত শ্লোগানগুলোর প্রাণ না হোক বিস্মরণ।
৫ই জানুয়ারি ২০২৫