পরিচয় ঘাটতিতে করেছ ঘাঁটি আমার মাটিতে।
আমার বাটি'তে দিয়েছি প্রেম যুগ যুগ,
হতভাগা উজবুক!
মৌসুমি প্রেম সেতো বুঝিনি।

তাইতো তাবুতে বাস্তুহারা সেই কবেকার ঝড়ে,
ভিটে ছাড়া।
পরিচয় ফিরে পেতে ঘুড়ি হয়ে আকাশে ঘুরি।

বেদনার তীর হয়ে আছড়ে পড়ি।
চমকে গেলে!
চমকে গিয়ে ফ্যাকাশ, নাগরের মুখগুলো
তোমার বিরহে শুভ্র নীল-  পরিচয়ে হতাশ।

আমার বহুদিন, বহু মাস-বছর বিরহে কাটে।
অথচ তোমার
হপ্তার ছলনার প্রেম, এক সপ্তাহের বিরহ গাঁথা-
তীব্র ঢেউ তুলে হুতোশে নাগরের উদ্ধার নাও ছোটে তোমার সাগরে,
প্রেম-বিরহের অন্তরে-বন্দরে।

আমার কান্না- বহু বহু ক্ষণ, কাল-দিন।
ও-ই কুৎসিত সময়ের বিচার চাই!

হে বায়ু!
ক্ষীণকায় বাহু! এবারের ঝড়ে লড়বো আয়ু সময়ের সাথে।

১৮ই অক্টোবর ২০২৩