অসহ্য গরম,
পানি ঢালি ছাদে, যদি কনক্রিটের মনটা গলে।

অসহ্য ক্ষুধা,
ঝড়ে উড়ে যায় ছাপড়া, বিছনাকান্দি বিছায় পাথর।

আমরা থাকবো সুখে-দুখে সমতার প্রতিযোগিতায়।


নোট: বিছনাকান্দি সিলেটের একটি পাথর কোয়েরি। সেখানে,  পাথর উত্তোলনে নিয়োজিত হতদরিদ্র ছিন্নমূল শ্রমিকদের বাস।