নতুন নতুন সড়কে আগ্রাসী গতিতে
সংযোগ ফসলী জমির,
জেলা উপজেলা, ধান পাটের মেলা।
আরো কত্তো যে বৈঁচির মালা-
হাতে করে হাটে; হে ঠাকুর, কারে বেচি!
মানুষ ফের যাবে দিল্লি-কাঠমুন্ডু-করাচি;
তক্ষশীলা কতোদূর?
বরিশালের ঝাল পানে চিবোনো ব্যবসায়ী
ভরে ওজনে বেল পাট- রেল ওয়াগনে।
আঁশের দড়িতে বাঁধা হাজারো সওদাগর,
ভুলে মান জমা অভিমান- সে ছুটে চলে
মালের টানে কারবারি।
কালী কাল যাবে শিবের বাড়ি,
যে পথে নামে কলেমার ডাক-
সাধক সন্ন্যাসী চরে গংগার জলে,
পাঞ্জাব গুজরাট মজিয়ে গায়ত্রী গানে।
প্রগতির রেলে চড়ে-
ঝিক ঝিক। শত ধিক তোরে!
মানুষ টেনে, শুধু ভাই, লোকসান গুনে
টিকবে না মৈত্রী; বানিজ্য হতে হবে সমানে।।
১৮ই জুলাই ২০২১