হাতপা রক্তাক্ত;
মনে হয় যুদ্ধ ফেরত।
এতো এতো মশার বিরুদ্ধে সকল কৌশল আপ্ত।

প্রতিরক্ষায়, উপদ্রব রক্ষায় ফেলবো ছাঁকনির ফাঁদে-
চারদেয়ালে...ছাদে...
এবং এরও একধাপ বেশি, মশারী জালে আশ্রয়ী।

যদিও স্লোগান আমার- মুক্ত বাতাসে বিশ্বাসী..
বিশ্বাসী স্বাধীনতায়...

আওয়াজ বিলীন মুক্ত আকাশে! ধীরে সকাল ফোটে;
দেখি মশারির ছাদে নিশ্চল লাশ অনেক অনেক বেশ মৃত।

বলবো কী, মশাগুলো শোকে মারা গেছে!

শুভ সকাল।

২রা মার্চ ২০২৪