বিশাল আমগাছ,
নাম হয়েছে তার শতবর্ষী।
বিশাল জায়গা জুড়ে সকলেরই নজরে।
শাখায় শাখায়
বায়ু নাড়ে মাটিকে আঁকড়ে সহযোগিতায়;
হাততালি দাও!

দাঁড়াও! এরকম গাছ আঁটিতে
জোড়াতালি নয় খাঁটিতে ছড়িয়ে আছে।
সময় বায়ু তালে ফুলেফলে গেঁথেছে
কত যে সখা-সখির মালা,
জীবনে চালা।

বিভ্রান্তিতে!
সহযোগিতায় কে এগিয়ে,
কারে যে পরাই- চাষার ভালোবাসার মালা।

শুভ সকাল।

২৮শে জুলাই ২০২৩