পূব পশ্চিম ও দক্ষিণ থেকে
ধেয়ে আসার অপেক্ষায় বাহারী পাগড়ি;
কি অদ্ভূত কোদাল হাতে!
অগভীর জলে সমুদ্র মন্থনে
খুঁড়ে কি পাবে এই ফেনায়িত ঘূর্ণনে?
জল ঘোলা;
অভ্যস্ত ফ্যাকাসে শ্যামলা,
যারা উদর ভরে পানকৌড়ির ডুবসাঁতারে;
অস্বচ্ছ হামলা,
খায় মলা ঢেলা।
গাঁও তাদের শ্যামল বাংলা।
কবিরা দেখে সূর্য ডুবে অন্তিম রঙে সাগর সঙ্গমে।
সুর তালে ডানায় মুক্ত বিহঙ্গে-
স্বাগতম, যারা আছে স্বপ্নিল অপেক্ষায়!
অপেক্ষায় বঙ্গোপসাগরে ধেয়ে আসা ঝড়ের ;
সব ভেঙেচুরে ধ্বংস করতে চায়
এবং শেষে নিজেকে হারায়।
এমনই আবহাওয়া ও জলবায়ু এখানে মিলে।
সংঘাতে মৃতদের আয়ু অবস্থা হালে-
যমকে দুষবো না সুরতহালে!
২৬শে নভেম্বর ২০২৩