এই বসন্তে, মন ভরে না।
বাহারী, কত রংয়ের ফুল,
কত না ঢঙের কাপুনি তাতে!
চেষ্টাতে,
মালির ত্রুটি নেই।
হঠাৎ পেলাম জাংলায় তারে আজ সকালে।
লাউয়ের সবুজে সাদামন জুড়ানো প্রাচীনসাদা।
বিদ্রোহী মন,
এ ফুল মালির না কৃষকের!
হঠাৎ করেই প্রেমে পড়লাম।
শুরু হোক সাদার গোলামী...
চাই সাদা!
স্বাগতম হে!
রঙচড়ানো ও সৌরভে আর আগ্রহ নেই।।
নড়াইল, ২৪শে ফেব্রুয়ারী ২০২১