আলো জ্বললেও প্রশ্ন থেকে যায়;
তবে, জ্বালালেই- ভিতর বাহির ঝিকমিক করে।
পারঙ্গম আবেগ দেখাতে চায়-
আলোময় ঝলকানি, গোধূলির আবছায়া ফুঁড়ে!
সময়ের এমন হালে,
সভ্যতার সক্ষমতার কি যে আনন্দ!
তাহলে, সব মানুষের নাম হোক সদানন্দ!
পলাশ শিমুলের টকটকে লাল আরও গাঢ়তর হলে
অথবা, ধরাযাক বাসন্তীলাল
মাটিতে মিশে বা কারো পায়ে পিষে কালচে লাল হলে-
স্মরণের লালে হোলির লালে
উদ্ভাসিত বেশ ধরে সদানন্দ বেশ-তো এবার ঘরে ফিরে।
সবাই জ্বলতে বা জ্বালাতে পারে না।
সবাই মুক্ত-স্বাধীন তারা হতে পারে না।
সুতোয় ছাড়া ঘুড়ির মেলা; এবারে আসছে কি তারার মেলা?
সংযোগ জালের নতুন বান্ধব ভেলা।
সদানন্দ ফিরে এলে-
ভিতর বাহির ঝিকমিক করে তোলা তারার মেলা।
১৫ই মার্চ ২০১৫।