শুনেছেন চাচা,
তেলের বিনিময়ে চা..
তাও আবার সিলন টি
খোদা আছেন নাকি সেতো বিশ্বাস,
মুক্তি... যুক্তি... উক্তি...
সেভাবেই নিশ্বাস, তবে আপাতত ডলার নাই।
আমরা আমরা ভাই ভাই।
চাচা কোন বাসায় আছেন, জানতে চায় সাঁই।
বললেন চাচা আচ্ছা,
অভাবের বিনিময়ে সবকিছু সাঁচ্চা!
২২শে ফেব্রুয়ারি ২০২৪