যতই করো বায়না- সবটা চালা যায় না।
পাথর চালো, বালি চালো,
মুড়ি চালো কি চাল চালো- সবটা চালা যায়না।
মাস্ক পরো, গ্লোবস পরো,
ফুসফুসের ঝিল্লি
বা জেলের জালে- বায়ু চালো কি ইলিশ চালো,
ভালো চালো মন্দ থেকে,
সবুর করো বা ফূর্তি করো- সবটা করা যায় না।
সবটা চালা যায় না।।
নড়াইল, ১৫ই অক্টোবর ২০২০