কর্জের কব্জির মোচড়ে শ্রম বেঁচে খায়,
উদবাস্তু শ্রমিকেরা;
শিবির গাড়ে পুঁজি-
দখলদারের বস্তিতে, টাইটেলে যারা হাজি।
আল্লাহ রাসুলের উদ্ভব জাগে যাদের বুকে,
এই স্বাধীনতার মাসে, রাজাকার বলি কাকে!
অতর্কিত হামলায় পাড় ভাঙ্গা গোঙানি;
নদীর ইজ্জত মারে কোন পক্ষের লোকে।
আছে ভাঙ্গাচোরা-
আছে নদী ভাঙ্গা ;
আরও আছে ভাঙ্গাচোরা চোদ্দো লক্ষ রোহিঙ্গা।
তারপরও মন কাঁদায়, ঘরছাড়া ও-ই ইউক্রেনবাসি।
আসো উদবাস্তু, একসাথে কাঁদি!
একসাথে মাতি-
উদবাস্তুই সভ্যতার খুঁটি, ইতিহাসের গুটি!
ইতিহাসের চাবি কার হাতে যদি খুঁজে দেখি।।
নড়াইল, ৬ই মার্চ ২০২২
সময়কাল: ইউক্রেন যুদ্ধের প্রথম ভাগ, দ্বিতীয় সপ্তাহ। ইউরোপে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরনার্থী সংকট।