সাবাশ হামাস!
চলুক না কিছুদিন দেওয়া-নেওয়া বাঁশ।
সাবাশ নেতি!
টার্গেট আমার প্রেম-প্রীতি।
তবে, মানুষ চায়- ঘুঘুর ডাকে বিরহ গীতি;
কি মুশকিল! সেটাই নাকি সুখ স্মৃতি।
আর তাই তো ভাবি আমি সুশীল, যুদ্ধনীতি।
শুধু বোঝেনা কবিরাই;
স্রেফ ভীমরতি!
ইরান-তুরান সম্পর্ক পুরান;
গাও জয়গান।
পাঠালাম কিছু দান-অনুদান-ফিরতি সম্মান।
কাঠি-লাঠিতে বা মাস্তুল;
ঝুলে দুলদুল,
কার দুল কম্পমান পতাকায়!
পতাকায় যুদ্ধযান,
থাকতেই হবে যে শিশির ভেজা দূর্বাঘাসের সতেজ মান!
২১শে অক্টোবর ২০২৩