জলের স্বচ্ছতায়- জলজ জীব।
জলকেলি ডুবে ডুবে মনে মনে
নীলাকাশে মেলা মেলা শিস-
প্রেমের কিচিরমিচির।
সাগরে-ভূতলে জেগে আছে চিড়;
শংখচিলের ডানা- প্রেমের ভেলায় কোন গগনে?
মন কি আমার- নন্দনে ভাসে!
জ্যান্ত মেঘের প্রান্তিক ঝলক
বাংলার প্রেম আর প্রবালের শব
হলে একাকার- ছিলকে ছিলকে নাগরেরা আসে।
কোনো সাধু নাই, সবুজের সাথে গেরুয়ায়।
যুগে যুগে সাধু বা অসাধু
খুঁজে নেয় দূরে ছেঁড়াফোঁড়া দ্বীপ
নিজ নিজ ধারায়, আরাধনায়।
নাগরেরা আসে নারিকেল মোহে জিঞ্জিরায়।
ভোগের যত শিল্পীর স্বাদ- দারুচিনিতে থাক।
এতোটাই উচ্ছল সে যৌবন-
দস্যু নাগরের চোখ কি এড়ায়?
প্রবালের মন-প্রাণ তড়পায়।
কতকাল বাঁধি তারে রূপের বন্দনায়!
৬ই জুলাই ২০২৩