যুগের নীলকর
দীনবন্ধুর দর্পণ
জাদুঘরে অর্পণ- বাড়াই চরণ
হতে চাই গতির শক্তিধর।
কে আপন কে পর
সময় স্মৃতির আচার- সাজিয়ে পূর্বাপর
সামনে এগিয়ে চলি।
বায়ুর ঘূর্ণন পথ
গুটি ভেংগে মথ- হবোনা প্রজাপতি না অলি
দৃষ্টির অলক্ষ্যে তিতা গিলে নিবো রেশমি শপথ..
১৭ই জুলাই ২০২৩