রিসেট বাটন;
একজন চাপে, আরেক কোণে উদযাপন।

জ্বলছে পাহাড়-
পাহাড়ের পর পাহাড়, যেভাবে জ্বলে প্রতিবেশীর ঘর।
যদিও জ্বালানি ভেদে
বুদ্ধের পাদে জ্বলে রেড়ির তেল;
কারো ড্রোনীয় নয়া ক্যাম্পে ক্যাম্পে
আফিম বেচার বলে
আরব আতরীয় আদরীয় ফসিল ডিজেল জ্বলে

নয়া প্রতিবেশে জ্বলনের নতুন আত্মীয়তা...
নতুন করিডরে নতুন অয়নে নয়া সভ্যতা
আয়নে আয়নে যুদ্ধ-সংকট নীতি,
বিদেশনীতি...
কূটনীতি এখন রিসেট বাটনে নব বয়ানে।

অন্য কোণ, ভিন্ন কোনো সাজে রিসেট বাটনে।
সমতল দুনিয়ায় চাপা ও চাপি, চলে সমচাপে।

৭ই অক্টোবর ২০২৪