বাদ্য আর হরিবোলে
মৃত্যুর ছায়া দেখি
ভয় পেয় না।
ত্রয়োদশী
তাই, চাঁদের আলো নেই
মনের আলো দেখি।
শ্মশানিরা ফিরবে
থামবে বাদ্যের তোলপাড়
রাত পার হবে।
আসবে নতুন সূর্য।
ডোম বাড়িতে আলো,
হে ভগবান, হই স্বার্থপর!
ডোমের বাড়ি চলো-
এভাবেই যে জীবন।।
নড়াইল, মধ্যরাত, ১১ই মার্চ ২০২১