আসছে শীতে শীতল লড়াই
হলদে ক্ষেত দখলের লড়াই
রাণীর সাথে রাণীর লড়াইয়ে সাজবে অনুসারী
যারা মৌমাছি, ছুটবে গুঞ্জনে বাংলার সবুজ প্রান্তরে।
মৌয়ালও বসে নেই-
খাঁচাটা, বাসাটা- বানিয়েই রেখেছে;
শুধু সে নিংড়ে নেবে ভালোবাসাটা।
এই ডাকাতিতে মনে হয় কারো কোনো আক্ষেপ নেই।।
৪ঠা নভেম্বর ২০২৩