১. ইটাবলি (রম্য)
হাইজ্যাক হয়ে গেছে ইটা!
পলি পুড়িয়ে গড়েছি বসতভিটা- অনাদিকাল ধরে।
এ কালে কার কপালে রে পড়লো পলি?
কত বলাবলি ; শেষে খুঁজে পেলাম চুলোচুলি!
এ গলি ও গলি পার হয়ে সে এখন কেচ্ছার ইটাবলি।
২. চড়াদামের পালক (রম্য)
আয়! আয়!
আয়, আয় বালক!
ছোঁ মেরে বা হামাগুড়িতে রোটির ভাগ।
অমূল্য সে আশীর্বাদ ;
যদি পাই শিষ্যত্বের স্বাদ, বুঝবে নেড়িগুলো-
কত চড়াদামে মুকুটে বসে ময়ূর পালক!
২৫শে আগস্ট ২০২৩