ভাংতে ভাংতে নদী মধুমতী 'ভাইট্টাপাড়া বাজার ছুঁইছে',
ওপারে চর,
জেগেছে লোহাগড়ায়।
লাঠালাঠি করে ডিসিগো সমেত
মীমাংসায় ফরিদপুর- পেলো জংগল মুকুন্দপুর;
আর চরবকজুরি নিয়ে
যশোহর-নড়াইল এর আশা, যেমন নামে বটের ঝুরি।
দাদার কবর বাপের কবর ঘিরে সাজিয়েছে কলাবাগান।
অনুজীবের ব্যস্ততায় গড়েছে তারা
বাশবন, মেহগনি, শিরীষের ছায়া;
তিল তিল করে বাড়ন্ত নারকেল সুপারির সাথে
বুনোদের ভয়ে
সারি সারি ঘরে
গড়েছে নতুন কলোনি চর পয়স্তি এলোটিরা
পরম্পরায় মাদ্রাসা স্কুলে
কেটে যাবে রাক্ষুসির অপবাদ মধুমতীর, আমাদের নদীর..
অধুনা জেনেছে তারা
প্রগতির রেল ঢুকছে বাগানে;
জেগেছে তারা,
আবারও লাশ হয়ে যায়, বাপদাদার নিষ্ঠার ভালোবাসা।
তবুও নিয়ত গড়ে ওঠা আরণ্যক,
নিয়ত শুভকামনায় সংগ্রামী যাত্রীদের-
বাংলার যাত্রা শুভ হোক।।
নড়াইল, ১৪ই এপ্রিল ২০২১
>জংগল মুকুন্দপুর: মধুমতীর নতুন চর, নড়াইল পাশ, কাশিয়ানি উপজেলা, গোপালগঞ্জ জেলা।
>চরবকজুরি: মধুমতীর নতুন চর, নড়াইল পাশ, লোহাগড়া উপজেলা, নড়াইল জেলা।