জন্ম ছিলো পল্লীর চরে
বিত্ত আমার শেকড়ে গাঁথা বিশ্বজুড়ে..

আমার কোনো পন্য নেই
পুঁজির কোনো জন্য নেই..

আমি শুধুই মানব সেবক
নই পলাতক ঠিকানা বিহীন..

ভেবো না মোরে চার্বাক
সৃষ্টির কলে চোখ ঘুরে নির্বাক
পুঁজি জ্বলে
তলে তলে
জমে ও-ই মেঘের দলে সবাক

সীমা নেই
সীমানা নেই, পুঁজি ভাসে বিশ্বজুড়ে...
যদিও আমি ভীষণ কুড়ে।

২১শে অক্টোবর ২০২৩