ফিকফিকিয়ে হাসবো বলে
স্মৃতির ফিতা পেছন টেনে
শীত মুড়িয়ে মেলার মাঠে পুতুল নাচে মনটা নাচে
তিড়িংবিড়িং হঠাৎ খেয়াল
সূতো বাঁধা হাতে পায়ে
এবং ঘাড়ে মাথা ঘুরিয়ে কত্ত কথা এক আসরে -
সবাই নাচে।
মনে আসেনি- পেছনে কারা শিল্পী যারা কইছিল কি।
কেমনে জানে ভাবনা আমার
বাঁধা ছিলো যে ভীস্ম আঁখি মদির চোখে
কেমনে জানে আমুদে মন সবুজ ধানে ঢেউ যে তোলে।
কি জানি কি এমন খেলা কোন শীতে ফের আবার মিলে!
ভবের দেশে ভাবনা আমার
নিপুণ শিল্পী ধার করে হায় নিবে আমায় কোন কিনারায়।
ঠান্ডা শীতে জমুক এবার ভাবনা আমার
নতুন খেলায় দেখবে ধরা
নিপুণ হাতের নকশিকাঁথা।।
১৯শে সেপ্টেম্বর ২০২৩