জ্বলে ছলছল মানুষের কল
তারাবাজি জ্বলে
নেই নেই পুত্র- মায়ের আঁচলে
পুত্রের গলা চেপে ব্রহ্ম তোমার
ধ্যান আর বাণগুলো- কে গিলে প্রাণগুলো
অসমীয়া আপং কী বাংলার আমন
ধীরে ধীরে অচল
পর্বত কি হিমালয়ের প্রমাণ
কে করে তোমার জয়গান
মানব কী দানব
আস্তিক-নাস্তিক
কে দিবে তাদের ধিক
ভাসিয়ে পর্বতখাদ জলে জলে তল
দিবাকর জ্বলে ছলছল
শুকনো সমতলে তারাবাজি জ্বলে...
পেটের পটতলে তারাবাজি জ্বলে
পুত্র তোমার গেছে কি চলে!
২৮শে জুলাই ২০২৩