পুরুষ তুমি,
পুরুষত্বই তোমার অলংকার, অহংকার।

সামনে তাকাও!
তীরের নিশানা বদলে যায়, খোদা যা চায়।

তারা হয়ে আলো ছড়াও, গ্রহ নয় বীর!
নেই তো পরাজয় সাহসী'র।।

নড়াইল, ৭ই ফেব্রুয়ারী ২০২১