সংঘর্ষ বাঁধাতে নয়;
কল্যাণে-
সংঘর্ষ এড়াতেই ঢের বেশি নিরাপত্তার মহড়ার মেলা।

মানবতার মুখ দেখে,
মানবতায় ঝলসে যায় স্বাভাবিক মন, মানবিক হদয়।

দুরন্ত মায়াগুলো যখন ছায়া হয়ে নাচে অচেনায়,
দূর হতে ফতুর শূন্যে,
আমার হেলমেটের ফুরন্ত চেতনার চেহারায়-
গেড়ে বসে খোঁড়া, হন্তারক বিবেক; বুলেট হলো ছোঁড়া!

হতে পারে,
কিছু পরে, পরে' নিবো জানাজার টুপি,
শহীদের শোণে, আমারই ভায়ের বুক হলো ঝাঁঝরা!

মহাকালে এ যেন,
কর্ণ-অর্জুনের শিরস্ত্রানে পুনঃপুনঃ ঘুরে আসা খেলা।

৩রা আগস্ট ২০২৪