আসছে ঝড়; জন্মসূত্রের উপকূলে আমি।
যদিও উপকূলে নেই এখন বাস,
খবরে খুঁজি আশ্রয় নিরাপদ; পাবলিক আমি।

অসামাজিক তান্ডব, কী সাংঘাতিক!
দীর্ঘ বিচার, অপরাধ মেলে না সমাজে-
সন্ত্রাসী খালাস।
খবরের আলোচনা বহু, রিপোর্টের ছায়া-
বিবেকের এজলাস, কেমনে ফেলি মুছে!
আহত মন, আমি পাবলিক।

দেশের টাকা, পাবলিকের টাকা পাচার;
শ্যাওলাধরা ধাড়ী লুন্ঠনকারী ধীরে গড়িয়ে বেকসুর ছাড়া।
আবারও শুরু হবে অনাচার,
ঠান্ডায় মহল্লা-পাড়া;
ভয় পাই, কার কাছে চাই কম্বল- আমি পাবলিক?

পাবলিক মানে কী?
গলদঘর্মে বুদ্ধিজীবী!
আমি পাবলিক, এই শীতে ব্যস্ত কিনতে সব্জি।

এ সময়ে মনে হয়, জনপদে চাওয়া-পাওয়া
আর সমাজ সময়ের আবেগের সমষ্টিই 'পাবলিক'।

১৭ই জানুয়ারি ২০২৪