স্বার্থের সমতায়
মানব ধর্ম, ধর্মের মুষ্টি ধরে কব্জায়
রাজের সংজ্ঞায় দিনদিন বছর যায়
মানের চিত্র, নতুন মানচিত্রের দেখা পায়
স্বার্থের সমতায়।।
চুরি যায়, ক্ষয়ে যায় কালা মানিক,
পৌরাণিক কাহিনী এখন লৌকিক দোকানে,
সর্প বা ব্যাঙ মুখের শোভা মানিক,
ভোগের আধারে খাবার খোঁজে আঁধারে ,
আরও খোঁজে তারে যারা নয় সান্নিক।
ডলার! ডলার!
এ ডলা টানার দিন কবে শেষ হবে?
১৮ই জুন ২০২৪
কৃতজ্ঞতা: "রানার! রানার! /এ বোঝা টানার দিন কবে শেষ হবে? ", "রানার", বাংলা সাহিত্যের প্রগতিশীল জনপ্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য।